কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪

কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৮:০২:১৫

কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


কোম্পানীগঞ্জের বতুমারা গ্রামে আম্বিয়া বেগম (২৭) নামের গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয় স্বামীর বাড়ি থেকে। আম্বিয়া কালা মিয়ার স্ত্রী এবং বিজয়পাড়ুয়া গ্রামের মৃত মাসুক মিয়ার মেয়ে।

শ্বশুরবাড়ির লোকজন এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও, আম্বিয়ার বাবা-মায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এটি হত্যাকাণ্ড।

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুই নারী, লোকসান (২৩) ও আয়শা বেগম (২৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়েব আল মাহমুদ আদনান জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় পারিবারিক দ্বন্দ্বের খবর ছিল। তিনি আরও বলেন, আম্বিয়া বেগমের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, তবে তার মৃত্যু বেশ রহস্যময়।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর