গোয়াইনঘাটে সবুজ ধানে হলুদ বর্ণ ধারণ উৎফুল্ল কৃষকের মন
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭

গোয়াইনঘাটে সবুজ ধানে হলুদ বর্ণ ধারণ উৎফুল্ল কৃষকের মন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ১২:০২:১৬

গোয়াইনঘাটে সবুজ ধানে হলুদ বর্ণ ধারণ উৎফুল্ল কৃষকের মন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ আমন ধানে হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে। সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের মতো খেলে যাচ্ছে সবুজ ধানের পাতাগুলো। হেমন্তের সকালে সবুজ ধানের পাতায় পাতায় ও ছড়ায় ফোঁটা ফোঁটা শিশির বিন্দু যেনো মুক্তা ঝরছে আর এমন মনোমুগ্ধকর দৃশ্য কৃষকের স্বপ্ন দুচোখের কোণে ঝলমল করছে,উৎফুল্ল কৃষকের মন। আর কয়দিন পরে কৃষকের স্বপ্ন ও হাড়ভাঙা পরিশ্রমের ফসল গোলায় উঠবে। এভাবে সোনালী ধানের শীষে ঝলমল করছে মাঠের পর মাঠ। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষাণীর শূন্য গোলা। সেই সাথে কৃষকের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ। মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেও আবহাওয়া অনুকুলে থাকায় উপজেলায় এবারও রোপা আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। আবার কোথায় কোথায় খন্ড খন্ড ভাবে স্বল্প মেয়াদের বিভিন্ন জাতের রোপায়িত ধান কাটা শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো আমন ধান কাটা শুরু হয়নি।

উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, চলতি মৌসুমে গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়ন মিলে এবার আমন আবাদ হয়েছে ১৭২৬৫ হেক্টর।তার মধ্যে রয়েছে হাইব্রিড উফসী ও স্থানীয় জাতের ধান। বীজ তলার লক্ষ্যমাত্রা ছিল ৭২১ হেক্টর। যা শতভাগ অর্জন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও অধিক ফলন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। চলতি মৌসুমে রোদের তীব্রতা থাকায় এখন পর্যন্ত আমন ক্ষেতে তেমন কোন রোগ বালাই দেখা দেয়নি। এর পরেও আমন ধানের গাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা জমিতে সতর্কতামুলক কীটনাশক স্প্রে করার পাশাপাশি কৃষি অফিসের পরামর্শে কৃষকরা সার্বক্ষনিক জমিতে পরিচর্যা করছেন। এবার আমন আবাদের জন্য আবহাওয়া অনুকূলে থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে কৃষক।

উপজেলার ফতেপুর ইউনিয়নের একজন সফল কৃষক মাসুক আহমদ বলেন,পরিশ্রম কখনো বৃথা যায় না, উপ-সহকারি কৃষি অফিসার মোক্তার হোসেন ভাই এর পরামর্শে ব্র‍িধান ১০৩ধান,মাত্র ১৫ কেজি বীজ দিয়ে প্রায় পাঁচ বিঘার উপরে রোপন করি আল্লার মেহের বাণীতে এরকম ফসল কখনো দেখিনি।

উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি বলেন,এবছর নির্ধারিত সময়ের মধ্যেই চাষিরা ধান রোপণ করেছেন। যথা সময়ে সার, বালাইনাশক ও সেচ দিতে পারায় প্রথম থেকেই চারাগুলো উজ্জীবিত রয়েছে। ধান গাছে শীষ গজানো থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনের ফলন ভালো হয়েছে বলে জানান তিনি।  

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর