জৈন্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:০৮ PM

জৈন্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০৫:৪৩:২১ AM

জৈন্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু


জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কে কদমখাল নামক স্থানে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুলজার আহমদ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত গুলজার দরবস্ত ইউনিয়নের লামা মহাইল গ্রামের ফখরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন ফার্ণিচার নকশা কারিগর।

বুধবার মোটরসাইকেল যোগে চাচাতো ভাইদের সাথে খালার বাড়ী কদমখাল যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

পথিমধ্যে বিকেল সাড়ে ৩ টায় তামাবিল মহাসড়কের ডিবিরহাওড় লালশাপলা বিলের প্রবেশমুখে পৌছা মাত্র বিপরীত দিক হতে আসা বালু বোঝাই একটি ট্রাকের ( ঢাকা মেট্রো -ট- ২০-১৫৭১) সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা গুলজার বাইক থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।

দূর্ঘটনার পর বাইকে থাকা অপর দুইজনকে স্থনীয়রা উদ্ধার করে।বর্তমানের তাদের অবস্থা স্থিতিশীল। এ সময় মহাসড়কের দুইপাশে তীব্র যানযটের সৃষ্টি হয়।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দূর্ঘটনা কবলিত বাইকটি উদ্ধারের পাশাপাশি ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তিনি জানান নিহতের ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে পুলিশ। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।উল্লেখ্য যে দীর্ঘদিন থেকে চার নাম্বার বাংলাবাজার ব্রীজ থেকে চাংঙ্গীল ব্রীজ পর্যন্ত রাস্তার বা-পাশে খানা-খন্দ ও সাগরের ঢেউয়ের মত সৃষ্টি হয়েছে।যা গাড়ি চলাচলে মারাত্মক হুমকির সম্মুখীন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর