নিখোঁজ মুনতাহা'র ৫ দিনেও সন্ধান মেলেনি, উদ্বিগ্ন পরিবার
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০

নিখোঁজ মুনতাহা'র ৫ দিনেও সন্ধান মেলেনি, উদ্বিগ্ন পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ১১:১৩:৫৭

নিখোঁজ মুনতাহা'র ৫ দিনেও সন্ধান মেলেনি, উদ্বিগ্ন পরিবার


কানাইঘাটে নিখোঁজ ৬ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের ৫ দিনেও সন্ধান মেলেনি।নিখোঁজ মুনতাহা আক্তার জেরিন কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

নিকটাত্মীয় ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি পর শিশুটির খোঁজ না পাওয়ায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। গত রোববার (৩ নভেম্বর) বিকেল থেকে এখনো নিখোঁজ রয়েছে শিশু মুনতাহা।

শিশুটির বাবা শামীম আহমদ বলেন, ‘গত রোববার (৩ নভেম্বর) সকালে মেয়ে ও তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে নিয়ে বাড়ি ফিরেন। পরবর্তীতে মেয়েটি প্রতিদিনের ন্যায় আশপাশের বাড়িতে শিশুদের সাথে খেলা করতে যায়। বিকেল ৩টার দিকে মেয়েকে খোঁজাখুজির পর কোথাও কোনো সন্ধান পাননি তারা। একপর্যায়ে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। বাবা শামীম আহমদ বারবার মূর্ছা যাচ্ছেন। মুনতাহাকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর নিখোঁজ মুনতাহার বাড়িতে যান কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল। এসময় তারা মুনতাহার বাবা এবং আশপাশের লোকজনের সাথে কথা বলেন।

এব্যাপারে কানাইঘাট থানার ওসি মো.আব্দুল আউয়াল বলেন, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর