সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তার
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১১

সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২/১১/২০২৪ ১০:১১:৫৪

সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তার


সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার রাত ১২টার দিকে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ ও র‌্যাব-৯।

র‍্যাব-১ এর উত্তরা ক্যাম্পের কমান্ডার মেজর আহনাজ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় একটি বিস্ফোরক দ্রব্য ও একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর