দলছুট ‘রেসাস বানর’ লোকালয় থেকে উদ্ধার
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১

দলছুট ‘রেসাস বানর’ লোকালয় থেকে উদ্ধার

সংবাদদাতা

প্রকাশিত: ১২/১১/২০২৪ ০৭:৩৯:৪৭

দলছুট ‘রেসাস বানর’ লোকালয় থেকে উদ্ধার


জেলার শ্রীমঙ্গলের রামনগর মণিপুরি পাড়া থেকে একটি দলছুট রেসাস বানর (Rhesus Macaque) উদ্ধার করা হয়েছে। বানরটি লোকালয়ে এসে বাড়ি বাড়ি হানা দিত।

মঙ্গলবার দুপুরে উপজেলার রামনগর মনিপুরী পাড়ার বাসিন্দা দৈনিক প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদারের বাসা থেকে বানরটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকেরা যৌথ অভিযান চালিয়ে এ বানর উদ্ধার করে। পরে প্রাণীটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যায় তারা।

শিমুল তরফদার বলেন, বানরটি প্রায় দুই-তিন মাস ধরে এলাকায় ঘোরাফেরা করছিল। প্রায়ই মানুষের ঘরবাড়িতে ঢুকে যেত। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করত। আমাদের এলাকায় অনেক ছোট ছোট শিশু আছে। আমরা বানরটি নিয়ে আতঙ্কে থাকতাম।  

তিনি বলেন, মঙ্গলবার সকালে আমাদের বাড়িতে বানরটি ঢুকে গেলে আমরা ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগের লোকজন ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে ধরে নিয়ে যায়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বানররা দল বেঁধে থাকে। কোনো কারণে হয়তো সে দল থেকে বিতাড়িত হয়েছে। আবাসিক এলাকায় যেহেতু এটি এসেছে, সম্ভবত এটি দলছুট বানর। খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে চলে আসতে পারে। লোকালয়ে এসে চাহিদামতো খাদ্য পাওয়ায় লোকালয়েই থেকে গেছে।   

বানরটি সুস্থ অবস্থায় রয়েছে। প্রাণীটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর