সম্প্রীতি বিনষ্টকারীদের বিচার নিষ্চিন্ত করতে হবে : এডভোকেট মৃতুন্জয় ধর ভোলা
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:২৯

সম্প্রীতি বিনষ্টকারীদের বিচার নিষ্চিন্ত করতে হবে : এডভোকেট মৃতুন্জয় ধর ভোলা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ১১:১৭:৪২

সম্প্রীতি বিনষ্টকারীদের বিচার নিষ্চিন্ত করতে হবে : এডভোকেট মৃতুন্জয় ধর ভোলা

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা


বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃতুন্জয় ধর ভোলা বলেছেন -বিগত ৫ আগষ্ট ছাত্র জনতার গন আন্দোলনের মুখে সরকার পতন পরবর্তী সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ী ঘরে হামলা , লোটপাঠ, অগ্নিসংযোগ ,সম্পদ দখল করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীরা সমাজ ও রাষ্ট্রের শত্রু ।তাদের বিচার নিশ্চিন্ত করতে হবে । ধর্মীয় অনুভুতিতে আঘাত টেগ দিয়ে পরিকল্পিত ভাবে সংখ্যালঘুদের হামলা ও নির্যাতন বন্ধ করতে হবে । ধর্মীয় সংখ্যালঘুদের প্রানের দাবী ৮ দফা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান ।তিনি আজ  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় এছাড়া সিদ্ধান্ত গৃহিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে  দীর্ঘদিন থেকে সাংগঠনিক কাজ নিস্ক্রিয় থাকা এবং জেলা শাখা কর্ত্তৃক বার বার চেষ্টা করে ও সম্মেলন আয়োজন করতে ব্যর্থ হওয়ায় বালাগঞ্জ পূজা উদযাপন পরিষদ এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।সভায় আগামী ৩ মাসের মধ্যে মেয়াদউর্ত্তীন সকল উপজেলা কমিটির সম্মেলন আয়োজনের নির্দেশ দেয়া হয়,সিলেট বিভাগের নিরিহ সনাতনী সম্প্রদায়ের উপর হয়রানিমূলক মামলায় আসামি করার তীব্র নিন্দা সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত র উপর মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।এছাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে কে গ্রেফতারের তীব্র নিন্দা জানানো হয়।সভায় অন্যন্যর মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস,কার্যনির্বাহী সদস্য এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন কর,,সাংগঠনিক সম্পাদক নিতু কান্ত দাস,সহ সাংগঠনিক সম্পাদক লিপ্টন রঞ্জন তালুকদার, কোষাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি সেন,প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, তথ্য ও গণ সু্যোগ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ,সুব্রত কর, কার্যনির্বাহী সদস্য রতন কান্তি দাস,লাল মোহন দেব,মানিক লাল দেব,প্রমোদ রঞ্জন দাস,পংকজ বিশ্বাস টিটু,দিলীপ রঞ্জন কুর্মি, বিদ্যুৎ জ্যোতি বাপ্পা,নবেন্দ্র মহাপাত্র ছানা,সঞ্জিব ঘোষ, রিংকু চক্রবর্তী, অপূর্ব পাল,রনজিত চন্দ সন্তোষ, জকিগঞ্জ সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ,গোয়াইনঘাট সভাপতি সুবাস পাল ছানা,গোলাপগঞ্জ সভাপতি অনিল পাত্র,সাধারণ সম্পাদক রজত কান্তি দাস,ফেঞ্চুগঞ্জ সভাপতি বিজন কুমার নাথ,বিয়ানীবাজার সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জৈন্তাপুর সাধারণ সম্পাদক দুলাল দেব,বিশ্বনাথ সভাপতি সুনিল কান্ত দে,সাধারণ সম্পাদক বিভাংশু সেন,কানাইঘাট সভাপতি ভজন লাল দাস,সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী প্রমুখ।

আজকের সিলেট/এসসিজে

সিলেটজুড়ে


মহানগর