সিলেটের ছাত্রদলের রাজনীতির এক সোনালী নাম ইফতেখার আহমদ দিনার। বিরোধী শিবির তার নাম শুনলে ভয়ে আতকে উঠত। সেই ছাত্রদল নেতা দিনার গুম হন বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে। আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।
দিনার গুম হওয়ার রাজনীতিতে নাম লেখান তার ছোট বোন তাহসিন শারমিন তামান্না। তিনি বর্তমানে সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার সিলেট বিভাগের নেতাদের জন্য 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা' ও জনসম্পৃক্তি সাংগঠনিক বিভাগীয় কর্মশালা করে বিএনপি। সিলেট জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এতে প্রধান অতিথি হিসেব ভার্চুয়ালী যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিকেল ৪টার কিছু পরে কর্রশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যান অনলাইনে যুক্ত হওয়ার পর বক্তব্য আবেগময় রাখেন কর্মশালার প্রশিক্ষণার্থী জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না।
তামান্না তার বক্তব্যে ইফতেখার আহমদ দিনার, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী সহ বিএনপির নেতৃবৃন্দদের গুমের সাথে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান। এসময় তার দু'চোখে জল ছিল।
আজকের সিলেট/ডিআর/এসটি