সিলেট নগরীর টিলাগড়স্থ গোপালটিলার গোপালজিউ আখড়া পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শ্রী বাবুল দত্তের সভাপতিত্বে ও এডভোকেট কংকন কুমার রায়ের সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ৬৬ জন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ও ব্যাপক আলোচনান্তে এডভোকেট কংকন কুমার রায়কে সভাপতি ও শ্রী হিমাদ্রী কর পুরকায়স্থ সজলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী গোপালজিউ আখড়া পরিচালনা কমিটি গঠন করা হয়।
আজকের সিলেট/ডি/এপি