
গত শুক্রবার (২১ মার্চ) সিলেটের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম তপসিল ছাত্রাবাসে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক অপূর্ব কুমার দাসের আমন্ত্রণে এই সভা সিলেটের মির্জাজাঙ্গালের স্বপ্নীল-১১ তপসিল ছাত্রাবাস প্রাঙ্গণে আয়োজিত হয়।
ছাত্রাবাসের সাবেক পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রেমতোষ দাসের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট নিরঞ্জন দাস খোকনের সঞ্চালনায় সভাটি সম্পন্ন হয়।
আমন্ত্রিত অতিথিগণের আসন গ্রহণের পর গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। এরপর, আহ্বায়ক মণ্ডলীর দায়িত্বপ্রাপ্তরা বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন। গীতা পাঠ শেষে অতিথি ও সাধারণ ছাত্রদের মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ১৯৩৫ সালে ব্রিটিশ ভারতের শাসনামলে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী ছাত্রাবাসে অবস্থান করে ভাটি অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর অনেকে আজ প্রতিষ্ঠিত হয়েছেন। বিভিন্ন কর্মসংস্থানে ও গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তাঁরা সমাজ উন্নয়নে অবদান রাখছেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ঐতিহ্য ভবিষ্যতেও বজায় থাকবে।
এছাড়া, ছাত্রাবাসের প্রাক্তন শিক্ষার্থীরা এর উন্নয়নে স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখার দায়িত্ববোধ বজায় রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তারা আরও উল্লেখ করেন, বিগত রাজনৈতিক অস্থিরতার কারণে ছাত্রাবাসে যে অনাকাঙ্ক্ষিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল, তা দুঃখজনক। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
উপস্থিত আমন্ত্রিত অতিথি ও বক্তারদের মধ্যে ছিলেন: লিটন চন্দ্র দাস, বিজিত লাল দাস, প্রভাংশু দাস, দীপঙ্কর দাসসহ তপসিল ছাত্রাবাসের প্রাক্তন শিক্ষার্থীরা।
ছাত্রাবাসে বর্তমানে অবস্থানরত ছাত্রদের মধ্যে এম.সি. কলেজের ছাত্র দীপ্ত বৈষ্ণব ছাত্রদের সুযোগ-সুবিধা, সমস্যা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন।এসময় ছাত্রাবাসের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আবেদন জানান । এছাড়া, সাধারণ ছাত্রদের সঙ্গে পরিচালনা কমিটির স্বচ্ছ ও নিয়মিত যোগাযোগের জন্য উপযুক্ত বিধান প্রণয়নের দাবি জানান ।
কলেজ ছাত্র ধীমান দাস প্রাতিষ্ঠানিক বর্ধিত ব্যয় বিষয়টি তুলে ধরে দরিদ্র ছাত্রদের জন্য আর্থিক সহায়তা ও উপযুক্ত বিধানের দাবি জানায়।
অনুষ্ঠানের সার্বিক অপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন, ছাত্রবাসে অবস্থানরত ছাত্রদের মধ্যে দীপঙ্কর দাস, সৌমিক বৈষ্ণব, শাওন তালুকদার, রাজু দাস, প্রণয় বৈষ্ণবসহ অন্যান্য ছাত্ররা।
নবগঠিত পরিচালনা কমিটির গঠন:মধ্যাহ্নভোজ শেষে নির্বাচিত পরিচালনা কমিটি নির্ধারণের জন্য জুরি বোর্ডের প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় পর্বে, তপশিলি সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি, ছাত্রাবাসের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন,সভাপতি, অপূর্ব কুমার দাস,সাধারণ সম্পাদক,এডভোকেট নিরঞ্জনদাস খোকন সিনিয়র সহ-সভাপতি, প্রদ্যুত কুমার চৌধুরী সহ-সভাপতি, সুদীপ্ত শেখর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক, রতি কান্ত দাস অর্থ সম্পাদক, গণেন্দ্র চন্দ্র দাস শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, পাচুঁ মোহন বিশ্বাস, সাধারণ সদস্য, জ্যোতি মোহন বিশ্বাস, নির্মল চন্দ্র দাস, দিলীপ চন্দ্র দাস, প্রদীপ কুমার দাস, রানা কান্ত দাস, দেবব্রত চৌধুরী লিটন, সত্যেন্দ্র দাস, দীপঙ্কর দাসসহ মোট ১৫ সদস্য। পরবর্তী সভায় উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে নবনিযুক্ত কমিটির শপথ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময়,সভাপতি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে, তপসিল ছাত্রাবাসের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরব ধরে রাখার আহ্বান জানান। এরপর, ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আজকের সিলেট/এসসিজে
