লংকাবাংলার উদ্যোগে সিলেটে ফলজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:৩৯ AM

লংকাবাংলার উদ্যোগে সিলেটে ফলজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ০৫:০১:১১ PM

লংকাবাংলার উদ্যোগে সিলেটে ফলজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত


লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ও লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সিলেট শাখার তত্ত্বাবধানে সিলেটের বাধাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে একটি ফলজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।

শনিবার এই কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে উন্নত জাতের ১৩টি নারিকেল গাছ রোপণ করা হয়। পাশাপাশি বিভিন্ন জাতের উন্নত মানের আমের চারা বিতরণ করা হয় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোশারফ হোসেন ও শাখার অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন- বাধাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী, শিক্ষকবৃন্দ ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


লংকাবাংলা ফাউন্ডেশনের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মকে সবুজে উদ্বুদ্ধ করার এক প্রশংসনীয় প্রচেষ্টা বলে মন্তব্য করেন বক্তারা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর