জিম্বাবুয়ের সঙ্গে ভারতের মাসসেরা হওয়ার লড়াই
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১০:২২ PM

জিম্বাবুয়ের সঙ্গে ভারতের মাসসেরা হওয়ার লড়াই

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০৬:৪৪:০০ PM

জিম্বাবুয়ের সঙ্গে ভারতের মাসসেরা হওয়ার লড়াই


সেপ্টেম্বরে ক্রিকেটে ব্যস্ত সময় পার করেছেন ক্রিকেটাররা। এ সময় আট জাতির টুর্নামেন্ট এশিয়া কাপসহ ২০২৬ বিশ্বকাপে ওঠার লড়াইয়ে ব্যস্ত ছিল বেশিরভাগ দল। যেখানে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় বেশ কয়েকজন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মাসসেরার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতের অভিষেক শর্মা-কুলদীপ যাদবরা। 

সেপ্টেম্বর সেরার দৌড়ে ভারতের আধিপত্যের মাঝে আলোচনায় জিম্বাবুয়ের ব্যাটার ব্রায়ান বেনেট। গত মাসে টি টোয়েন্টিতে ৪৯৭ রান করেছেন ব্রায়ান। তার এভারেজ ছিল ৫৫.২২। ১৬৫ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন তিনি। 

দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিতে বড় ভূমিকা ছিল এই ডান হাতি ব্যাটারের। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ তিন ম্যাচে ১১১, ৫১ ও ১৫ রানের ইনিংস খেলেছিলেন ব্রায়ান। ২১ বর্ষী তরুণ যে মাস সেরার দৌড়ে ঢের এগিয়ে তা হলপ করে বলা যায়।

তালিকায় এগিয়ে ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা। ভারতকে এশিয়া কাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল বাঁ-হাতি ব্যাটারের। সবশেষ সাতটি টি-টোয়েন্টিতে ৩১৪ রান করেছেন তিনি। যাতে ছিল তিনটি ফিফটি। ২০০+ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে রেকর্ড ৯৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন তিনি।

মাসসেরার দৌড়ে এগিয়ে রয়েছেন আরেক ভারতের লেগ স্পিনার কুলদীপ যাদব। এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ১৭টি উইকেট তুলেছেন আসরজুড়ে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭ রান খরচায় ৪ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে ৩০ রান খরচায় ৪ উইকেট তুলেছিলেন তিনি। 

মাসসেরার দৌড়ে অভিষেক শর্মা এগিয়ে থাকলেও চমক দেখাতে পারেন কুলদীপ ও ব্রায়ান। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর