
সিলেটে নতুন করে ৭ জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় এই ৭ জন শনাক্ত হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে সিলেটে ডেঙ্গু রোগী শনাক্ত হলেন ২১৪ জন।
তবে শুধু এ মাসের ৯ দিনে সিলেটে আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ জন। এতে সিলেটে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৩, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪ জন।
তবে সিলেটে এ বছর ডেঙ্গু রোগে কেউ মারা যাননি।
আজকের সিলেট/স্টাফ/কে.আর
