রেলওয়ে স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ AM

রেলওয়ে স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ০৪:৪১:০২ PM

রেলওয়ে স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ছবি: সোহেল মিয়া


সিলেট জেলা প্রশাসকের ঘোষণার পরপরই অবৈধ দখলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল থেকে অভিযান রেলওয়ে ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন জায়গায় থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে শুরু হয়েছে।

বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান চলছিলো দুপুর পৌনে ২টা পর্যন্ত। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির। তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এর আগে, গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলম সাংবাদিকদের জানান-রেলওয়ের জায়গায় যত অবৈধ স্থাপনা রয়েছে, সবই উচ্ছেদ করা হবে। তারও আগে, ৭ অক্টোবর রেলের জায়গা দখলকারীদের সরে যেতে নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকরা। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের অভিযান নিয়মিত হলে নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরে আসবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর