রেল টিকিটের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রটা সঙ্গে রাখতে হবে : ডিসি
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ PM

রেল টিকিটের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রটা সঙ্গে রাখতে হবে : ডিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ০৮:৩২:২০ PM

রেল টিকিটের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রটা সঙ্গে রাখতে হবে : ডিসি


সম্প্রতি সিলেটের অনলাইনে ট্রেনের টিকিট না পাওয়া এবং নগরজুড়ে হকার উচ্ছেদ নিয়ে কড়া বার্তা দিয়েছেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারোয়ার আলম।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব বার্তা দেন তিনি। 

ডেপুটি কমিশনার মো. সারোয়ার আলম বলেন, ট্রেনের টিকিটের যে নীতি অনলাইনে কাটতে হয় যার জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই টিকিট কাটবে তবে আমরা ২৪ অক্টোবর থেকে সিদ্ধান্ত নিয়েছি যারা রেলের টিকিট কাটবেন তারা টিকিটের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রটা সঙ্গে রাখতে হবে এবং একজনের টিকিটের আরেকজন পরিবহন করতে পারবে না। শুরুতে কারো কারো কষ্ট হতে পারে কিন্তু এই টিকিটের কালোবাজারি এটার সিন্ডিকেট ভাঙার জন্য এর কোন বিকল্প আমাদের হাতে নেই। সুতরাং আামরা আশা করছি শুরুতে কষ্ট হলেও এক থেকে দুই সপ্তাহের মধ্যে এ সিন্ডিকেটা অনেকাংশ কমে যাবে। তাই আমরা অনুরোধ করব নিজে টিকেট কাটবেন সাথে জাতীয় পরিচয়পত্র রাখবেন, এখন থেকে স্টেশনগুলোতে আমাদের ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তারা থাকবেন এবং এগুলো চেক করবেন। 

এসময় ডেপুটি কমিশনার সিলেটের হকার উচ্ছেদ নিয়ে বলেন, আমাদের লালদিঘির পাড় পুরোপুরি প্রস্তুত, আগামী রবিবার থেকে এ শহরে আর কোন হকার বসবে না। আগামী শনিবারই এ শহরে হকার বসার শেষদিন, তাই রবিবার থেকে আমরা এ শহরে কোন হকারকে বসতে দিব না। 

এছাড়া ডেপুটি কমিশনার আকাশ পথে সিলেট-ঢাকা রুটের টিকিটের দাম কমানো প্রসঙ্গে বলেন, আমরা সরকারি বেসরকারি বিমান পরিসেবার সাথে কথা বলেছি এবং সেটা জানিয়েছি এ রুটের টিকিটের দাম অনেক বেশি, এটা যেনো নাগালের মধ্যে নিয়ে আসা হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর