সিলেটে বিএফডিএস'র ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:১৩ AM

সিলেটে বিএফডিএস'র ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০১:১০:৫৬ AM

সিলেটে বিএফডিএস'র ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত


বাংলাদেশ ফ্রীল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শনিবার (২৭) জানুয়ারি সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে নারীদের আর্থিক স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রায় ১৫০ জন নারী নিয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

 বাংলাদেশ ফ্রীল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (BFDS) চেয়ারম্যান ড. তানজিবা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, সিলেট  আইসিটি বিভাগের প্রোগ্রামার শামীম আহমেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলরের রিজিওনাল ডিরেক্টর হান্নান চৌধুরি এবং ব্র্যাক ব্যাংক সিলেট জিন্দাবাজার শাখার ম্যানেজার মোহাম্মদ ইয়াহিয়া। 

 অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিসবাউর রহমান (ফাউন্ডার অব পিক্সেল হাট), মোহাম্মদ ইউসুফ আহমেদ (চেয়ারম্যান BFDS নরসিংদী জেলা, ফাউন্ডার, ফ্রিল্যান্সার আইটি ইন্সটিটিউট), ওয়াসিম আহমেদ নিশান (ফাউন্ডার অব ক্রিয়েশন আই টি এন্ড টেকনোলজি), ইউসুফ আহমেদ জুয়েল (সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং প্রোফেশনাল ফ্রীল্যান্সার), রাবেয়া আক্তার (প্রফেশনাল ফ্রীল্যান্সার ইন গ্রাফিক্স ডিজাইন), আলী আহমেদ (শেখ কামাল আই টি এন্ড ইন্ট্রোভিশন গ্রাফিক্স ডিজাইন ট্রেইনার)

এ ছাড়া ও উপস্থিত ছিলেন BFDS সিলেট বিভাগের চেয়ারম্যান ফারজুক আহমেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেদ আহমদ, ফাইনানসিয়াল সেক্রেটারি মাহদি হাছান, জয়েন্ট সেক্রেটারি সাদেক হোসাইন মজির, এক্সিকিউটিভ মেম্বার রুহুল আমিন, রকি রয়, শাহাবুদ্দীন রানা সহ অন্যান্যরা।

প্রশিক্ষণার্থী ১৫০ জনের মধ্যে ১০জনকে ফ্রি স্কলারশিপদিয়ে শেখানো হবে ফুল ফ্রিল্যান্সিং যা পরবর্তীতে BFDS এর অফিসিয়াল পেইজে এনাউন্স করে ভাইবার মাধ্যামে নির্ধারণ করা হবে। অনুষ্ঠানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি সার্টিফিকেট বিতরণ করা হয়।

আজকের সিলেট/বিজ্ঞপ্তি/মিমো

সিলেটজুড়ে


মহানগর