বালাগঞ্জের উপজেলা সদরস্থ আয়না মার্কেটে সালিশি বৈঠকে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানাযায় গত ৮ নভেম্বর শুক্রবার চরভূতা গ্রামের জিলু খান আয়না মার্কেটে নলজুড় এলাকার
এক সবজি বিক্রেতা গহর মল্লিক গ্রামের লকুছ মিয়ার আত্মীয়কে গালি দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্ততায় সোমবার রাতে ৮ ঘটিকায় আয়না মার্কেটে মিমাংসার উদ্দেশ্যে স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসী সালিশ বৈঠকে বসেন। বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় দেড় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি।
খবর পেয়ে বালাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করি।
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় পর এলাকায় থমথমে পপরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের সুত্রপাত হতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী।
আজকের সিলেট/ডি/এপি