বালাগঞ্জ উপজেলায় পাঁচ দিনের প্রাণিসম্পদ সেবা সপ্তাহ সম্পন্ন
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৪৪

বালাগঞ্জ উপজেলায় পাঁচ দিনের প্রাণিসম্পদ সেবা সপ্তাহ সম্পন্ন

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ০৬:৪৮:৫৪

বালাগঞ্জ উপজেলায় পাঁচ দিনের প্রাণিসম্পদ সেবা সপ্তাহ সম্পন্ন


❛প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ❜ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলায় পাঁচ দিনের নানান আয়োজনে এবছরের প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

সোমবার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় দিবস উপলক্ষে উপজেলার ৫০জন খামারীর শতাধিক গরু-ছাগল-ভেড়ার কৃমিনাশক ঔষধ বিতরণ,  ভ্যাক্সিনেশন কার্যক্রমের আওতায় ১৪০ জন খামারীর ২১৫ টি গরু-ছাগল-ভেড়াকে তড়কা এবং লাম্পি স্কিন ডিজিজের টিকা প্রদান করা হয়। পরিশেষে উপজেলা সদরস্থ তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের ৬০ জন শিক্ষার্থীকে ডিম খাওয়ানো হয়।

পরে সচেতনতামূলক ও আলোচনা সভার মাধ্যমে এই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আ.জ.ম. সালাহ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মিলন মিয়া, লাইভস্টক এক্সটেনশন কর্মকর্তা ডা. জাকারিয়া আহমদ প্রমুখ। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর