
লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাবের আয়োজনে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় কনসার্ট উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এসময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভাসিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
বাংলাদেশের খ্যাতনামা ব্যান্ড শিরোনামহীন এবং ম্যাকানিক্স এর পারফর্ম্যানসে কনসার্টটি মনোমুগ্ধকর হয়ে উঠে।
উদ্বোধনী বক্তব্যে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় সবাইকে স্বাগত জানিয়ে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব রয়েছে। লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম বিভাগের শিক্ষার্থীদের এধরনের আয়োজনে তিনি আনন্দিত হয়ে পরবর্তীতেও সুন্দর আয়োজনের জন্য তাদেরকে উৎসাহ প্রদান করেন।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে দর্শকদেরকে শান্তিপূর্ণভাবে কনসার্ট উপভোগ করার আহবান জানান।
লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের সদস্য তমাল পালের সঞ্চালনায় কনসার্টটির উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আজকের সিলেট/ডি/এসটি
