মাধবপুরে নিখোঁজের ৩ দিন পর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ AM

মাধবপুরে নিখোঁজের ৩ দিন পর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৪:৩২:৩০ PM

মাধবপুরে নিখোঁজের ৩ দিন পর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আল-আমিন ছাতিয়াইন গ্রামের মাসুক মিয়ার ছেলে।

রোববার সকালে ছাতিয়াইন এলাকার গোয়াইল্লা দিঘির পাড়ের বাঁশঝাড়ে একটি বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মোবাইল ফোন কেনা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হলে আল-আমিন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর সে বাড়ি ফেরেনি। টানা তিন দিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার চরম উদ্বেগে পড়ে।

রোববার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নান্নু মিয়া জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও সবদিক বিবেচনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর