মমতাজকে নিয়ে এ কেমন রসিকতা!
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫১

মমতাজকে নিয়ে এ কেমন রসিকতা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০৯:৪৬:৫০

মমতাজকে নিয়ে এ কেমন রসিকতা!


কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে, ফোক সম্রাজ্ঞী এবং সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এইডসে আক্রান্ত। আদতে খবরটা সত্যি নয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সবাই বলছেন, একজন খ্যাতিমান গায়িকাকে নিয়ে এ কেমন রসিকতা।

খবরটা চোখ এড়ায়নি কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজেরও। এ নিয়ে অবশেষে মুখ খুললেন তিনিও। জানালেন, খবরটা নিয়ে ভীষণ বিব্রত তিনি। মমতাজের কথায়, ‘শুনলাম, আমার নাকি এইডস হয়েছে! বিষয়টি খুবই বিব্রতকর।’

বহু হিট গানের এই গায়িকা বলেন, ‘আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি। ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক।’

মমতাজ আরও বলেন, ‘যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলব, এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের বলব, এসব গুজবে কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নিয়ে দেশে ফিরেছেন মমতাজ। এছাড়া আসন্ন কোরবানির ঈদে একগুচ্ছ গান নিয়ে আসছেন ভক্ত-শ্রোতাদের সামনে। মমতাজ বলেন, ‘এত সব কাজের ভিড়ে তাকে এই মিথ্যাচার সামলাতে হয়েছে যে, তার এইডস হয়েছে।

গায়িকা আরও জানান, ‘ঈদের পর দিন আবার স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাচ্ছি। গান গাওয়ার পাশাপাশি সেখানকার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নেব। সব শেষ করে চলতি মাসের ২৩-২৪ তারিখে দেশে ফেরার ইচ্ছা আছে।’

আজকের সিলেট/ডিটি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর