সিলেটে ঝড় হতে পারে, নদীবন্দরে সতর্কতা
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭

সিলেটে ঝড় হতে পারে, নদীবন্দরে সতর্কতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৫/০৯/২০২৪ ১১:২৭:১৫

সিলেটে ঝড় হতে পারে, নদীবন্দরে সতর্কতা


সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সে সকল এলাকার নদীবন্দরে তোলা হয়েছে সংকেত।

বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।  

আবহাওয়াবিদ শাহ সজিব হোসেন জানিয়েছেন, সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।  

তিন দিনের অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর