ধর্মপাশায় ধারালো ছুরির আঘাতে তরুণের মৃত্যু, আটক ৪
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:০৩

ধর্মপাশায় ধারালো ছুরির আঘাতে তরুণের মৃত্যু, আটক ৪

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ০৬:৪০:৩৩

ধর্মপাশায় ধারালো ছুরির আঘাতে তরুণের মৃত্যু, আটক ৪


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রাম সংলগ্ন পরিত্যক্ত সুনেত্র গ্যাস ফিল্ডে দুই বন্ধুর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে হৃদয় হাসান (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তর মিয়া (১৮) এবং শামীম আহমেদ (১৯) নামের দুই তরুণ গুরুতর আহত হয়েছেন। নিহত হৃদয় হাসান গাবী গ্রামের কৃষক আক্কাস মিয়ার ছেলে।

শনিবার রাত ১২ টায় গাবী হিফজুল কোরআন আশরাফিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল চলছিল। এতে গাবী গ্রামের অন্তর মিয়া, শামীম আহমেদ, হৃদয় হাসান, সাজন মিয়া ও আরও কয়েকজন তরুণ উপস্থিত ছিলেন। রাত ৯টার দিকে মীর্জাপুর গ্রামের তাইন তালুকদারসহ কয়েকজন সেখানে যোগ দেন।

তাইনের সঙ্গে অন্তর মিয়ার পুরনো বিরোধ ছিল। ঘটনার দিন রাতে সুনেত্র গ্যাস ফিল্ডের পরিত্যক্ত এলাকায় তাইন তালুকদারকে দেখতে পেয়ে অন্তর মিয়া তাকে চড়-থাপ্পড় মারেন। হৃদয় হাসান দুই বন্ধুর ঝগড়া থামানোর চেষ্টা করলে উত্তেজনা আরও বাড়ে এবং সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষের সময় ধারালো ছুরির আঘাতে হৃদয় হাসান বাম পাশে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলে মারা যান। অন্তর মিয়া ও শামীম আহমেদও গুরুতর আহত হন।

আহত তিনজনকে রাত সোয়া ১১টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসকরা হৃদয় হাসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্তর মিয়া ও শামীম আহমেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর স্থানীয়রা চারজনকে আটক করে ধর্মপাশা থানায় সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে আসে।

ধর্মপাশা থানার ওসি মেহাম্মদ এনামুল হক জানিয়েছেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহত হৃদয় হাসানের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর