বিশ্বনাথে স্কুলছাত্রী নিখোঁজের ১২ দিন পর উদ্ধার
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪১

বিশ্বনাথে স্কুলছাত্রী নিখোঁজের ১২ দিন পর উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০২:২৬:৪২

বিশ্বনাথে স্কুলছাত্রী নিখোঁজের ১২ দিন পর উদ্ধার


বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী আকিলপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মোছাঃ মোহনা বেগম (১৬) নিখোঁজের ১২ দিন পর পাবনা পৌরসভা এলাকা থেকে তাকে উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

শনিবার সকাল ৬ টায় পাবনা থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিশ্বনাথ থানার এসআই অনুপম দেবনাথ।

জানা গেছে, গত ২৯ শে ডিসেম্বর সকালে স্কুল ছাত্রী মোহনা তার পরীক্ষার ফলাফল দেখে আসার কথা বলে বাড়ি থেকে বের হলে সে আর ফিরেনি। তার সাথে থাকা মোবাইল ফোন নং ০১৩০১৪১৩৬৪৫ থাকা সত্ত্বেও বন্ধ পাওয়া যায়। বাড়ি থেকে পরীক্ষার ফলাফল দেখে আসার কথা বলে প্রেমেরটানে ছুটে যায় পাবনায়। পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামের আমিন মিয়ার পুত্র শামীম (১৭) এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এদিকে বাড়িতে খোজাখুজি করে তার সন্ধান না পাওয়ায় গত ২৯ ডিসেম্বর সকাল ১০টায়  তার মাতা সাজনা বেগম বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করলে থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান পেতে সক্ষম হয়েছে।

এবিষয়ে বিশ্বনাথ থানার এসআই অনুপম দেবনাথ জানান,মেয়ে উদ্ধার করেছি,পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর