প্রবাসীর স্ত্রী সুফিয়াকে বসতভিটা থেকে সরাতে ষড়যন্ত্র, থানায় জিডি
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৪

প্রবাসীর স্ত্রী সুফিয়াকে বসতভিটা থেকে সরাতে ষড়যন্ত্র, থানায় জিডি

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ১১:৫০:৫০

প্রবাসীর স্ত্রী সুফিয়াকে বসতভিটা থেকে সরাতে ষড়যন্ত্র, থানায় জিডি


প্রবাসীর স্ত্রী সুফিয়া বেগমকে নিজ বসতভিটা থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সুনামগঞ্জ জেলার ছাতক থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮২৪) দায়ের করেছেন সুফিয়া বেগম।

জানা যায়, সুনামগঞ্জ জেলার ছাতক থানার গাগলাজুর গ্রামের কুয়েত প্রবাসী আজমান মিয়ার স্ত্রী সুফিয়া বেগমকে একটি ষড়যন্ত্রকারী চক্র বিভিন্নভাবে হয়রানি করছে। বারবার স্থানীয়ভাবে সালিস ডাকলেও অভিযুক্তরা তা প্রত্যাখ্যান করেছে। ফলে সুফিয়া বেগম তার শিশু সন্তানসহ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

সাধারণ ডায়েরি অনুযায়ী, গত ১৪ জানুয়ারি সুফিয়া বেগম তার নিজ বাড়িতে থাকার সময় একই এলাকার শুকুর আলীর পুত্র তখলুছ মিয়া, মজলু মিয়া, মেয়ে জয়বান বিবি; আরমান আলীর স্ত্রী স্বপ্না বেগম, খুশিদ আলীর পুত্র আরমান আলী, মেয়ে ফুলজান বিবি এবং তখলুছ মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম তার উপর শারীরিক হামলা চালায়।

এই ঘটনার পর সুফিয়া বেগম স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে ছাতক থানায় অভিযোগ করেন। তিনি দাবি করেন, ষড়যন্ত্রকারী মহলটি তাকে উচ্ছেদের উদ্দেশ্যে এই পরিকল্পিত হামলা চালিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা বিষয়টির সঠিক তদন্ত ও সুবিচারের দাবি জানিয়েছেন।

থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রবাসীর স্ত্রী সুফিয়া প্রশাসনের কাছে সঠিক বিচার এবং নিজের ও সন্তানের নিরাপত্তা চেয়ে আকুল আবেদন জানিয়েছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর