
মাধবপুরে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করায় এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ৫০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মুজিবুল ইসলাম উপজেলার মাধবপুর পৌরসভা পূর্ব মাধবপুর নামক স্থানে অভিযান পরিচালনা করেন।পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় নগদ ৫০হাজার টাকা অর্খদন্ডে দন্ডিত করা করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি মহল এখান থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে ট্রাক, টাক্টর যোগে পাচার করছে।এতে করে এলাকার রাস্তাঘাট নষ্ট ও পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুজিবুল ইসলাম বলেন, অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনে অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ডি/এসটি
