দশগাঁও নওয়াগাঁও কলেজের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান বন্ধ হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:৪৫ AM

দশগাঁও নওয়াগাঁও কলেজের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান বন্ধ হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

সংবাদদাতা

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০১:৫৫:১৭ AM

দশগাঁও নওয়াগাঁও কলেজের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান বন্ধ হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া


২০২৪ সালের আগস্ট মাসে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের তৎকালীন অধ্যক্ষ খলিলুর রহমানকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনের ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দায়িত্ব থেকে অপসারণ করেন, যার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি স্বাভাবিক হয়।

অভিযোগ রয়েছে, বরখাস্ত হওয়া অধ্যক্ষ খলিলুর রহমান ও গভর্নিং বডির সদস্যদের বিভিন্ন অনিয়মের কারণে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়নি। তবে আন্দোলনের পর  নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তারের নেতৃত্বে বহু বছর পর এবার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যার ফলে শিক্ষার্থীদের মধ্যে নতুনভাবে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।

কিন্তু সমস্যা দেখা দেয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে। স্থানীয় কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি  আইনশৃঙ্খলা পরিস্থতির অবনতি হবে আশঙ্কা দেখিয়ে অনুষ্ঠানটি বন্ধ করার জন্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানটি বাতিল করে দেন, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের জন্ম দেয়।

বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ০৩/০২/২০২৫ ইং তারিখ সিলেট বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে বিভাগীয় কমিশনার তদন্তের পর উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীকে দ্রুত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে নির্দেশ দেন। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি হতে পারে না এবং একে সব ধরনের অসাধু প্রভাব থেকে মুক্ত রাখতে হবে।

উল্লেখ্য, দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে গত ০৫/০৯/২০২৪ ইং তারিখ দুর্নীতিবাজ অধ্যক্ষ খলিলুর রহমানকে সাময়িক বহিস্কার করেন। তখন থেকে স্থানীয় কতিপয় দুষ্কৃতিকারীরা শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে বহিস্কৃত অধ্যক্ষ খলিলুর রহানকে স্বপদে বহাল রাখার উদ্দেশ্যে ছাত্র আন্দোলনে বাধা দিয়ে গত ০৪/০৯/২০২৪ ইং তারিখে জাল স্বাক্ষর দিয়ে ইউএনও বরাবর মিথ্যা অভিযোগ দাখিল করে। এই জাল স্বাক্ষরকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে এলাকায় প্রকাশ্যে  প্রতিবাদ হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর