চুনারুঘাট ক্লিন ফাউন্ডেশনের প্রতিষ্টা বার্ষিকী পালিত
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১০ PM

চুনারুঘাট ক্লিন ফাউন্ডেশনের প্রতিষ্টা বার্ষিকী পালিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ০৪:২৩:১৯ AM

চুনারুঘাট ক্লিন ফাউন্ডেশনের প্রতিষ্টা বার্ষিকী পালিত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ক্লিন ফাউন্ডেশন ১ বছর অতিক্রম করে ২য় বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   

শনিবার সকাল ১১ ঘটিকায় চুনারুঘাট কলেজ গেইট সংলগ্ন রোকসানা কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই কেক কেটে সভার  উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ক্লিন ফাউন্ডেশন উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী প্রভাষক মোহাম্মদ আবদুল করিম। ক্লিন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আমীর হোসেন সোহাগের মুগ্ধকর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিআরডির চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ সাজিদুল ইসলাম, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আলাউদ্দিন, রানীগাও মাসুদ চৌধুরী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম তোতা,  প্রধান শিক্ষক আইয়ূব আলী, মাস্টার রাকিবুল আলম,মাস্টার বশির আহমূ,বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন, আব্দুল মতিন, সমন্বয়ক তোফাজ্জুল হোসেন, সাংবাদিক এস আর রুবেল, সাংবাদিক মাসুদ আলম, সাংবাদিক জসিম মিয়া, মুক্তার হোসেন, মাসুক মিয়া, ক্লিন ফাউন্ডেশন এর ৫নং শানখলা উইনিয়ন এর সভাপতি আবুল কাশেম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্লিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।  

বক্তগন চুনারুঘাট ফাউন্ডেশন এর ভূয়সী প্রশংসা করে বলেন  চুনারুঘাট ক্লিন ফাউন্ডেশন বিগত ১ বছর চুনারুঘাট কে পরিচ্ছন্ন রাখতে নিষ্টার সাথে কাজ করে আসছে। চুনারুঘাট পরিস্কার পরিচিন্ন রাখার দায়িত্ব শুধু ক্লিন ফাউন্ডেশন এর নয় এর দায়িত্ব চুনারুঘাটের সকল জন সাধারণের। সমাজের প্রতিটি স্তরের জনগন যার যার অবস্থান থেকে সচেতন থেকে একটি শহর কিংবা একটি উপজেলাকে পরিচ্ছন্ন রাখার আহবান জানান। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুপুরের খাবারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর