পাকিস্তানে নতুন সরকার গঠন হতে পারে ২৭-২৮ ফেব্রুয়ারির মধ্যে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা কামার জামান কায়রা দেশটির টিভি চ্যানেলে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “২৭-২৮ ফেব্রুয়ারি নতুন জোট সরকারের চূড়ান্ত ঘোষণা হতে পারে”। খবর-ডন
সোমবার জিও নিউজের অনুষ্ঠানে তিনি বলেন, “জাতীয় পরিষদের অধিবেশন ২৯ ফ্রেব্রুয়ারি হতে হবে। এর আগেই ২৭ বা ২৮ তারিখে নতুন জোট সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।”
এ বিষয়ে কামার জামান বলেন, জোট সরকারের দুই দলের মধ্যে এখন পর্যন্ত চারটি মিটিং হয়েছে। তবে কোন দল কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে তা আলোচনার এজেন্ডায় ছিল না।
উল্লেখ্য, পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল)-এন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার গঠনের দিকে হাঁটছে। ৫৪ আসন পাওয়া পিপিপি কিছু শর্তে জোট সরকার গঠন করতে চায় ৭৫ আসনে জয়ী পিএমএলের সঙ্গে।
শর্তগুলোর অন্যতম উল্লেখযোগ্য হলো- নতুন জোট সরকারে প্রধানমন্ত্রী করতে হবে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ও দিতে হবে পিপিপিকে। পিএমএল-এনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ দাবির কথা জানিয়েছেন বিলাওয়াল ভুট্টোর বাবা সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তবে পিএমএল–এন চাইছে, প্রধানমন্ত্রী হবেন শাহবাজ শরীফ।
পাকিস্তান নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১০১ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ১৭টি আসন।
আজকের সিলেট/ডিটি/ডি/এসটি