পূর্ণিমার ডিভোর্সের গুঞ্জন
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:০৩ AM

পূর্ণিমার ডিভোর্সের গুঞ্জন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০৯:১৮:৪৩ AM

পূর্ণিমার ডিভোর্সের গুঞ্জন


ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমানের দাম্পত্য জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল গুঞ্জন। নেটিজেনদের অনেকে দাবি করছেন, তাদের সম্পর্কের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে, এমনকি বিচ্ছেদও হয়ে গেছে বলে কানাঘুষা চলছে।

২০২২ সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। বিয়ের পরও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন এই তারকা দম্পতি। তবে বেশ কিছুদিন ধরে তাদের যুগল ছবি অনুপস্থিত থাকায় ভক্তদের মধ্যে নানা জল্পনা ছড়ায়।

এর মধ্যেই পূর্ণিমার ফেসবুকের একটি পোস্টে বিষয়টি আরও আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি লেখেন, “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

পোস্টটি প্রকাশের পর ভক্ত ও নেটিজেনরা ধরে নেন, এটি হয়তো তার ব্যক্তিগত জীবনের ইঙ্গিত। নানা বিশ্লেষণ-সমালোচনায় সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে।

তবে কিছুদিন আগে সন্ধ্যায় পূর্ণিমা আবারও আলোচনার কেন্দ্রে আসেন। তিনি স্বামী আশফাকুর রহমানের হাত ধরে একটি রেস্তোরাঁয় তোলা ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। অনেকেই মনে করছেন, এই ছবির মাধ্যমেই অভিনেত্রী গুঞ্জনের জবাব দিয়েছেন।

তবে বিচ্ছেদ বা দাম্পত্য নিয়ে পূর্ণিমা কিংবা আশফাকুর রহমান কেউই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

নব্বই দশকের শেষ দিকে ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে পূর্ণিমার। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায়, যা মুক্তি পায় ২০২১ সালের ডিসেম্বরে। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত তার আরও দুটি ছবি—‘গাঙচিল’ ও ‘জ্যাম’—মুক্তির অপেক্ষায় রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর