ভর্তি ফি কমালো শাবি
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:০৪

ভর্তি ফি কমালো শাবি

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ১০:১৬:৫০

ভর্তি ফি কমালো শাবি


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনে ভর্তি ফি পুনর্বিবেচনা করে ১৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে ভর্তি ফি ছিল ১৭ হাজার টাকা।এর আগে ২০২৩-২৪ সেশন ভর্তি ফি ছিল ১৮ হাজার টাকা। ফলে আগের বছরের তুলনায় ভর্তি ফি কমেছে ৩ হাজার ১০০টাকা।

শুক্রবার একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একাডেমিক কাউন্সিলে শাবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন বিভাগের প্রধান প্রমুখ।

উপাচার্য ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের কল্যাণেই বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম। আমাদেরকে তাদের প্রতি স্নেহশীল আচরণ করতে হবে যাতে তারা ক্লাস, পরীক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হয়।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ সেশনে ১৭ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ ফি পুনর্বিবেচনা করে ১৭ হাজার টাকার পরিবর্তে মোট ১৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শাবিপ্রবির ভর্তি ফি ছিল ১৮ হাজার টাকা। পরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তা কমিয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলো। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তা আরও কমিয়ে ১৪ হাজার ৯০০টাকা নির্ধারণ করা হয়। ফলে পূর্বের বছর থেকে ভর্তি ফি কমলো ৩ হাজার ১০০টাকা।

আগামী মঙ্গলবার সকাল ৯টা থেকে শাবিপ্রবি প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর