
দ্বাদশ জতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবার ৪৮ জন মনোনীত প্রার্থীর মধ্যে ৩৪ জনই নতুন মুখ।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ৪৮ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। তবে ৪৮ জনের মধ্যে ৩৪ জনই প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এমপি ছিলেন এমন ৭ জন এবারও মনোনয়ন পেয়েছেন এবং ১৪ দলীয় জোটের শরিক দল থেকে পেয়েছেন একজন।
এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৮ জন চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন। এদের মধ্যে চার জন প্রথমবার মনোনীত হয়েছেন। এছাড়া টানা চারবার সংসদে দলীয় মনোনয়ন পেয়েছেন ফজিলাতুন নেছা ইন্দিরা।
আজকের সিলেট/ডিটি/এসটি
