"ঠোঁটের ভাষায় কবিতা লিখুন" আন্দোলনের স্বপ্নদ্রষ্টা, সিলেট লেখিকা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, সত্তর দশকের শক্তিমান লেখক ও কবি লায়লা রাগিবের ৩৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে নগরের পাঠানটুলায় কবির বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, সত্তরের দশকে তৎকালীন সিলেটে কবি লায়লা রাগিব ছিলেন একজন শক্তিমান লেখক। তার লেখায় সমাজের বিভিন্ন অসংগতি, অন্যায় অবিচার স্থান পেয়েছে। তার প্রতিটি কবিতা, কিংবা গল্প শিক্ষনীয়। এজন্যে তিনি আজও তার অমর হয়ে আছেন। নতুন প্রজন্মের লেখকদের নিকট কবি লায়লা রাগিবের কবিতা কিংবা গল্প তুলে দিতে হবে। এতে নতুন প্রজন্ম তার লেখা থেকে উপকৃত হবেন। জানতে পারবেন, তিনি চার দশক আগে কত সহজ-সরল সাবলিল ভাষায়, ঠোঁটের ভাষায় কবিতা লিখে গেছেন।
বিশিষ্ট লেখক কবি বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা কবি আলী আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ।
স্মৃতিচারণ করে বক্তব্য দেন কবি লায়লা রাগিবের স্বামী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি ও ভিলেজ ডাইডেস্ট সম্পাদক কবি রাগিব হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সাহিত্য সমালোচক ও অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব , নলেজ হারবার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারী , প্রাচীনতম সাহিত্য পত্রিকা 'আল ইসলাহ' এর সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস , সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক কাউসার চৌধুরী, কবি কামরুল আলম প্রমুখ বক্তব্য দেন। কবি লায়লা রাগিবের পরিচিত পাঠ করেন কবি এডভোকেট আব্দুল মুকিত অপি। শুরুতে কুরআন তেলায়ত করেন আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ। অনুষ্ঠানে কবি লায়লা রাগিবের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আলী আহমদ।
আজকের সিলেট/ডি/এপি