সিলেটে বৃহস্পতিবার কারফিউ শিথিল ১৬ ঘন্টা
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:৫০

সিলেটে বৃহস্পতিবার কারফিউ শিথিল ১৬ ঘন্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৭:৪৯:৫৭

 সিলেটে বৃহস্পতিবার কারফিউ শিথিল ১৬ ঘন্টা


কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে চলমান কারফিউ বৃহস্পতিবার ১৬ ঘন্টা শিথিল থাকবে।

বুধবার বিকেলে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় কারফিউ শিথিল থাকবে।

কোটা সংস্কার আন্দোলন নাশকতায় রূপান্তরিত হলে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয। এরপর থেকে তা বহাল থাকলেও জনসাধারণের সুবিধার্তে বিভিন্ন সময়ে শিথিল রাখা হয়।

বুধবার কারফিউ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল রাখা হয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর