জৈন্তাপুরে সেনাবাহীনির অভিযানে ৫৫০পিস ইয়াবাহসহ নারী আটক
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪১

জৈন্তাপুরে সেনাবাহীনির অভিযানে ৫৫০পিস ইয়াবাহসহ নারী আটক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৪ ০৩:১৯:৩১

জৈন্তাপুরে সেনাবাহীনির অভিযানে ৫৫০পিস ইয়াবাহসহ নারী আটক


সিলেট জেলার জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ এক নারী ব্যবসায়ী কে আটক করা হয়েছে। পরে আটক হওয়া নারীকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আটককৃত কুলসুমা বেগম (৪০)। তিনি জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের উত্তর কামরাঙ্গীখেল গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী।

গতকাল সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার লালাখাল সড়কে উত্তর কামরাঙ্গিখেল গ্রামে অভিযান চালায় দরবস্ত পল্লী বিদ্যুৎ সংলগ্ন সেনাক্যাম্পের টহলটিম। রাত সাড়ে ১১টায় বাংলাদেশ ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে টহল টিমে থাকা ওয়ারেন্ট অফিসার তাজুল ইসলামসহ সঙ্গীয় সেনাফোর্স উত্তর কামরাঙ্গীখেল গ্রামের আফতাব উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ কুলসুমা বেগমকে আটক করে।

খবর পেয়ে রাত সাড়ে ১২টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের এএসআই সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।পরে আটক হওয়া নারী মাদক ব্যবসায়ীকে পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনীর টহল টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক কৃত নারী মাদক ব্যবসায়ী পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে অভিযানে নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদ বলেছেন,সংশ্লিষ্ট এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান ও টহল অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর