জৈন্তাপুরে ২৫০ পিস ইয়াবাসহ যুবক আটক
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৫৬ PM

জৈন্তাপুরে ২৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৪:৩৯:১৪ AM

জৈন্তাপুরে ২৫০ পিস ইয়াবাসহ যুবক আটক


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা সহ আব্বাস উদ্দিন (৩৯) নামের এক ব্যক্তি কে আটক করেছে।আটককৃত ব্যক্তি চারিকাঠা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত বাজারে রাত ১২ টায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে ও এ এস আই সুমন মিয়া সহ সঙ্গীয় পুলিশ ফোর্স শাপলা টাওয়ারের সামনে থেকে আসামি আব্বাসকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে নিল রং ও নেভী ব্লু রংয়ের দুইটা প্যাকেট হতে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে পুলিশ পাহারায় বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর