
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরা ও নানা অনিয়মের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ শাসনামলের অন্যান্য অনিয়মের প্রতিকারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলেও নির্বাচনে জালিয়াতিতে জড়িতদের শাস্তির কথা নেই এখন পর্যন্ত। এই নির্বাচনে দায়িত্ব পালন করা সিলেট বিভাগে চার জেলার রিটার্নিং বা জেলা প্রশাসকেরা সবাই বিভিন্ন পদে চাকরিতে বহাল তবিয়তে রয়েছেন।
সিলেটে সেই চার রিটানিং অফিসার বা জেলা প্রশাসকরা কে কোথায় রয়েছেন তার খোঁজ নিতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
জানা যায়, ২০১৮ সালের রাতের ভোটের অন্যতম কারিগর ছিলেন সিলেটের তৎক্ষালিন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। তিনি এখন মিনিস্টার (শ্রম-স্থানীয়), শ্রম কল্যাণ উইং, জেদ্দা, সৌদি আরব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ছিলেন মো: তোফায়েল ইসলাম। তিনি এখন রেজিস্ট্রার অফ কপিরাইটস (অতিরিক্ত সচিব), বাংলাদেশ কপিরাইট অফিস।
হবিগঞ্জের জেলা প্রশাসক ছিলেন মাহমুদুল কবীর মুরাদ। তিনি এখন সদস্য (খাদ্যভোগ ও ভোক্তা অধিকার) (যুগ্মসচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তিনি হবিগঞ্জে নিজের নামে মৃক্তমঞ্চও বানিয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি এখন সদস্য (পরিকল্পনা) (যুগ্ম সচিব), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
আজকের সিলেট/এসটি
