মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ও শাবি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার (১০ জুন) রাতে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএসএস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের পিতার মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, হবিগঞ্জের জনপ্রিয় শিক্ষক মো. জবরু মিয়া (৭০) গত শুক্রবার ভোরে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজকের সিলেট/প্রতিনিধি/জেকেএস