
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং নারী-শিশু সহ গণহত্যার প্রতিবাদে গোলাবাল স্ট্রাইকের অংশ হিসেবে পুরো সিলেট নগরীই মিছিলের নগরীতে পরিণত হয়েছে। এমন গণহত্যার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছন নারী ও শিশুরা।
সেমাবার বেলা আড়াইটার দিকে নগরীর এমসি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে মিছিল বের করে তৌহিদী নারী-শিশুরা। তাদের মিছিলে বিপুল সংখ্যক পুরুষও যোগদান করেন।
মিছিলটি এমসি কলেজ ছাত্রাবাস থেকে শুরু হয়ে নগরীর আম্বরখানা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
মিছিলে একটি প্রতিকী শিশুর লাশ বহন করা হয়। ফিলিস্তনে গণহত্যা বন্দের দাবীতে বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড বহন করেন মিছিলকারীরা।
কর্মসূচির সমন্বয়ক আকরাম আহমদ জানান, ফিলিস্তিনের মুসলিম জনগোষ্টির উপর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদ জানানো আমাদের সবার ঈমানী দায়িত্ব। মিছিলটি শুরু পর প্রতিটি স্থান থেকে ধর্মপ্রাণ মানুষ আমাদের মিছিলে যুক্ত হওয়া শুরু করেন। সিলেটের মানুষ অবিলম্বে এই গণহত্যা বন্ধ চায়।
আজকের সিলেট/ডি/এসটি
