লিটনের ঝড়ের পর বাংলাদেশের ১৬৪
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১৮ PM

লিটনের ঝড়ের পর বাংলাদেশের ১৬৪

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ০৯:৪৬:২৮ PM

লিটনের ঝড়ের পর বাংলাদেশের ১৬৪


ব্যাট হাতে দুর্দান্ত এক সিরিজ কাটালেন লিটন কুমার দাস। প্রথম ম্যাচের মতো শেষ টি-টোয়েন্টিও করলেন ঝড়ো ফিফটি। তার সৌজন্যে দুই দফায় বৃষ্টির বাগড়া পড়া ইনিংসে ১৮.২ ওভারে বাংলাদেশ পেল ৪ উইকেটে ১৬৪ রানের পুঁজি।

দ্বিতীয় দফায় ৮টা ৩১ মিনিটে নামে বৃষ্টি। এরপর খেলা শুরুর অবস্থা দেখা না যাওয়ায় ১০ বল বাকি থাকতে শেষ করে দেওয়া হয় বাংলাদেশের ইনিংস।

খেলা শুরুর জন্য ৯টা ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন ম্যাচ অফিসিয়ালরা। এর মধ্যে যদি শুরু না হয় তাহলে অমীমাংসিতভাবে শেষ হবে ম্যাচ। 

স্বাগতিকদের দেড়শ ছাড়ানো সংগ্রহ এনে দেওয়ার কারিগর লিটন কুমার দাস। রেকর্ড গড়া ইনিংসে ৪৬ বলে ৭৩ রান করেন তিনি। শেষ দিকে ঝড় তোলেন জাকের আলি অনিক ও নুরুল হাসান সোহান।

আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় এদিন একাদশে ৫ পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। দুই নিয়মিত ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে দেওয়া হয় বিশ্রাম। তাদের জায়গায় ইনিংস শুরু করেন লিটন কুমার দাস ও সাইফ হাসান।

প্রথম ওভারেই আরিয়ান দত্তের বলে জীবন পান সাইফ। তবে কাজে লাগাতে পারেননি। চতুর্থ ওভারের প্রথম বলে বাজে শটে বোল্ড হয়ে যান তিনি ৮ বলে ১২ রান করে। 

মাঝে তৃতীয় ওভারে ড্যানিয়েল ডোরামের ওপর ঝড় বইয়ে দেন লিটন। তিন চার ও এক ছক্কায় নেন ২২ রান। চতুর্থ ওভারে ফ্লাডলাইট বিভ্রাটের কারণে ৮ মিনিট বন্ধ থাকে খেলা।

এরপর খেলা শুরু হলে একই ছন্দে এগোতে থাকেন লিটন। মাত্র ১৬ বলে তিনি পৌঁছে যায় ৪২ রানে। মাত্র ২৩ বলে পঞ্চাশ পূর্ণ করে ফেলে বাংলাদেশ।

পঞ্চম ওভারের শুরুতে নামে বৃষ্টি। তাতে ৩৫ মিনিট বন্ধ থাকে খেলা। নতুন করে শুরু হলে থেমে যায় লিটনের ব্যাট। পরের ১০ বলে করেন মাত্র ৪ রান। তবে ডোরামের বলে আরেকটি ছক্কা মেরে ২৭ বলে ফিফটি করে ফেলেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখন সবচেয়ে বেশি ১৪টি ফিফটির মালিক লিটন। এত দিন ১৩ ফিফটি নিয়ে সবার ওপরে ছিলেন সাকিব আল হাসান।

পঞ্চাশের আগে একবার জীবন পান লিটন। ফিফটি করে আবার তাকে জীবন দেন নেদারল্যান্ডসের ফিল্ডাররা। কিন্তু তবু ইনিংস খুব বেশি বড় করতে পারেননি। ১৫তম ওভারে কাইল ক্লেইনের বলে ক্যাচ আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক।

রেকর্ড গড়া ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন লিটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে তার ছক্কা এখন ৭৭টি। রেকর্ডের মালিক মাহমুদউল্লাহ রিয়াদের ছকাও ৭৭টি। আর একটি ছক্কা মারলেই রিয়াদকে ছাড়িয়ে যাবেন লিটন।

অধিনায়কের এক বল পর আউট হয়ে যান শামীম হোসেন পাটোয়ারি। এই ম্যাচ দিয়ে একাদশে সুযোগ পাওয়া বাঁহাতি ব্যাটার ১৯ বলে করেন মাত্র ২১ রান। মাঝে ১৪ বলে ৯ রান করে আউট হন তিন নম্বরে নামা তাওহিদ হৃদয়। 

পরে আর উইকেট পড়তে দেননি সোহান ও জাকের। দুজন মিলে ২৩ বলে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পর আবার নামে বৃষ্টি। 

প্রায় তিন বছর পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমে ২ ছক্কায় ১১ বলে ২২ রান করেন সোহান। জাকেরের ব্যাট থেকে আসে ১টি করে চার-ছক্কায় ১৩ বলে ২০ রান।

নেদারল্যান্ডসের পক্ষে ৩ উইকেট নেন ক্লেইন। তবে ৪ ওভারে ৫৩ রান দেন তিনি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর