শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:২৫ AM

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৭:৫৭:০৭ PM

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়া এবং উদনাছড়ার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৪০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। এ ছাড়াও বিভিন্ন স্থানে বালু উত্তোলনের আলামত পাওয়া যায় এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের দিকনির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল সেনাবাহিনীর একটি টিম, শ্রীমঙ্গল থানার একটি টিম এবং লাহারপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এনামুল হকসহ সকলের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর