বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন এবং দেশত্যাগের পরই সিলেট আওয়ামী লীগের সাবেক এমপি, প্রতিমন্ত্রী ও দলের প্রভাবশালী নেতারা আত্মগোপনে চলে গেছেন।ইতোমধ্যে মন্ত্রী-এমপি, মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানসহ অনেকে দেশ ত্যাগ করেছেন। দেশ ত্যাগের তালিকায় আছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দাপুটে নেতা ও ক্যাডাররা। যারা দেশ ত্যাগ করতে পারেননি তাদের অনেকেই প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ সরকার, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও বিধান কুমার সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম। এদের মধ্যে সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান ও সাবেক সাংসদ হাবিব দু'জনই যুক্তরাজ্য প্রবাসী। ভারত থেকে তাঁরা যুক্তরাজ্যে চলে গেছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনরা।
এছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদ রহমান দুবাই ও সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ পাড়ি জমিয়েছেন লন্ডনে।
সূত্রমতে, সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমানো নেতাদের বেশিরভাগই মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থান করছেন। সিলেটের নেতাদের সঙ্গে শিলংয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও।
আজকের সিলেট/ডি/এপি