মধ্যনগরে লোডশোডিংয়ে অতিষ্ঠ ২৫ হাজার গ্রাহক
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪

মধ্যনগরে লোডশোডিংয়ে অতিষ্ঠ ২৫ হাজার গ্রাহক

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ০২/০৯/২০২৪ ০৪:৩৪:৫১

মধ্যনগরে লোডশোডিংয়ে অতিষ্ঠ ২৫ হাজার গ্রাহক


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রায়দুই লক্ষাধিক বাসিন্দা পল্লীবিদ্যুতের চোর-পুলিশ খেলায় অতিষ্ঠ জনজীবন পার করছেন।মধ্যনগর সদর,চামরদানী, দক্ষিণ বংশীকুন্ডা ও উত্তর বংশীকুন্ডা সহ চারটি ইউনিয়নের প্রায় ২৫হাজার গ্রাহকের শরৎ কালের ভ্যাপসা গরমে "দিনে নাই শান্তি রাতে নাই ঘুম"।চারটি ইউনিয়নের গ্রাহকগনপল্লী বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন "চোর পুলিশ খেলা" এমনটিই বলছেন ভুক্তভোগী গ্রাহকরা।

একাধিক গ্রাহকের অভিযোগ রয়েছে বৃষ্টির দিনে কিছুটা বিদ্যুতের দেখা মিললেও হাড়িয়ে যায় রৌদ্রের দিনে।প্রায় দুমাস যাবৎ দিনের চার ভাগের তিনভাগ সময়ই বিদ্যুৎ থাকে না।যার দরুন উপজেলার ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার বিঘ্ন ঘটছে।শিশু বৃদ্ধ সহ সববয়সী জনমানুষের ঘুম ও স্বাভাবিক জীবিকা ব্যাহত হচ্ছে।এবং ভাদ্রের প্রচন্ড গরমের উত্তাপে বিদ্যুৎহীন সময়ে রাতে ঘুম হারাম করে ঘরের বাহিরে সময় কাটাচ্ছেন জনমানুষ।

মধ্যনগর উপজেলার পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ লাইনম্যান গ্রেড-১ মোঃদেলুয়ার হোসেনের সাথে কথা বলে জানা যায়,আশুগঞ্জে একটি পাওয়ার প্ল্যান্ট ফেসে গেছে।যার কাজ চলমান।এছাড়াও মধ্যনগর ও ধর্মপাশায় দুই উপজেলায় বিদ্যুতের  চাহিদা রয়েছে প্রায় ৮মেঃওয়াট।কিন্তু পেয়ে থাকি মাত্র ৩থেকে চার মেঃওয়াট যার কারণে এমনটা।মধ্যনগর উপজেলার লাইনটি আলাদা করার জন্য আগামীকাল থেকে সংষ্কার কার্য্য চলবে।এরপরে হয়তো অনেকটা চাহিদা মিটে যাবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর