জগন্নাথপুরেখানা-খন্দে ভরা অসংখ্য সড়ক
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৪১ PM

জগন্নাথপুরেখানা-খন্দে ভরা অসংখ্য সড়ক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ০৯:১২:৪২ AM

জগন্নাথপুরেখানা-খন্দে ভরা অসংখ্য সড়ক


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পশ্চিম বাজারে সড়কটির বেহাল দশা। অসংখ্য ছোট-বড় খানা-খন্দে ভরা। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পশ্চিম বাজারে সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত শত শত মানুষ বিভিন্ন ধরনের  যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। বিগত কয়েক বছর ধরে সংস্কার করা হয়নি সড়কটি। ফলে সড়কটিতে অসংখ্য খানা-খন্দসহ প্রায় স্থানেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমন ভাঙাচোরা সড়ক দিয়ে চলতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের। প্রায়ই-প্রতিনিয়ত পথিমধ্যে বিকল হয়ে যায় যানবাহন।

ট্রাক চালক ছগির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এ সড়টির বেহাল অবস্থা। অনেকটা মৃত্যু ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলতে হচ্ছে। সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পশ্চিম পাড়া স্থানীয় বাসিন্দা মো. আলতাজুর রহমান বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ-মাদ্রাসার শত শত শিক্ষার্থী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। উপজেলার মানুষও এ সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু চলার মতো কোনো অবস্থা নেই।

জগন্নাথপুর পৌরসভার স্থানীয় বাসিন্দা নাহিদ বলেন, এ পথে চলাচলে বর্তমানে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষের। রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, আমি সদ্য যোগদান করেছি। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর