দোয়ারাবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৫ PM

দোয়ারাবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ০৩:২৮:০০ AM

দোয়ারাবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে মো.জারিফ নামের ১বছর ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মো: জারিফ ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো: মোবারক আলীর পুত্র।

রোববার সকাল ৭ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সুত্রে যানাযায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মো:জারিফকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর