দক্ষিণ সুরমা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:৩০ AM

দক্ষিণ সুরমা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০২/১১/২০২৫ ১২:০০:১৮ AM

দক্ষিণ সুরমা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়।

ইউনিটি বহুমূখী সমবায় সমিতির সভাপতি মো. শাহীন রানার সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক শুভ্রাংশু চক্রবর্ত্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন দক্ষিণ সুরমার সুপারভাইজার সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, আব্দুল আজিজ ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল।

সমিতিগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন রাখালগঞ্জ দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি, গোকুল রঞ্জন দত্ত, মোগলাবাজার দোকান মালিক ব্যবসায়ী বহুমূখী সভাপতি হারুনুর রশীদ হিরন, গোয়ালগাঁও যৌথ খামারের সদস্য হোসেন আহমদ, জালালপুর দুগ্ধ সমবায় সমিতির সম্পাদক রাসেল আহমদ ও সিলাম আশ্রায়ন সমবায় সমিতির সভাপতি নুর মিয়া।

পরে সফল সমবায় সংগঠন হিসেবে জেলা পর্যায়ে উৎপাদনমুখীতে শ্রেষ্ট রাখালগঞ্জ দুগ্ধ সমবায় সমিতি লি: এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট সমবায়ী হিসেবে মো: শাহীন রানা সহ ১টি সফল সমবায় সংগঠনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, দক্ষিণ সুরমা উপজেলায় ৯০টি কার্যকর সমবায় সমিতির দুই হাজার দুইশত বাইশ জন ও এক হাজার ৩শ ৬০ নারী সদস্য রয়েছে। এসব সমিতির কার্যকর মূলধন প্রায় সাড়ে ১ কোটি ২০ লক্ষ ও ঋণ বিতরণ করা হয়েছে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কাযক্রম সম্প্রসারণ প্রকল্পে ২ কোটি টাকা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর