আসন্ন এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৫ ঘিরে টঙ্গির আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে চলছে বাংলাদেশের জাতীয় দলের টানা প্রস্তুতি। নিজেদের মাটিতে প্রতিযোগিতা, তাই প্রত্যাশা আরও উঁচু, লক্ষ্য সেরা সাফল্য।
রোববার জাতীয় আর্চারি লিগের ফাইনাল শেষে ১৬ সদস্যের দল, কোচ ও কর্মকর্তারা জানালেন তাঁদের প্রস্তুতি ও প্রত্যয়। চারটি লিগের পয়েন্ট যোগে রিকার্ভ ইভেন্টে বাংলাদেশ বিমানবাহিনী হয়েছে চ্যাম্পিয়ন, বিকেএসপি রানার্সআপ, আর তীরন্দাজ ক্লাব ও বাংলাদেশ আনসার যৌথভাবে তৃতীয়।
বাংলাদেশ দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিখ বলেন, ‘এশিয়ান ফেডারেশন আমাদের এই আসর আয়োজনের দায়িত্ব দিয়েছে, এটা আমাদের জন্য গর্বের। নিজেদের মাঠে আমরা অবশ্যই ভালো করতে চাই। ২০২১ সালে ঢাকায় তিনটি পদক পেয়েছিলাম, এবার লক্ষ্য সেই সাফল্য ছাপিয়ে যাওয়া।’
সহকারী কোচ নূরে আলম জানান, দলের প্রস্তুতি ছিল দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক, ‘আমরা প্রায় সারাবছরই ক্যাম্পে থাকি। নতুন আর্চারদের উন্নতি হয়েছে উল্লেখযোগ্যভাবে। তাই এ চ্যাম্পিয়নশিপে আমরা আত্মবিশ্বাসী।’
রিকার্ভ পুরুষ দলের সদস্য সাগর ইসলাম বলেন, ‘নিজেদের মাঠে খেলাটা সব সময় বাড়তি অনুপ্রেরণা দেয়। আমরা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছি। এবার লক্ষ্য সবার ওপরে থাকা।’
চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হবে ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দুটি ভেন্যুতে, জাতীয় স্টেডিয়ামে ৮-১২ নভেম্বর এবং আর্মি স্টেডিয়ামে ১৩-১৪ নভেম্বর। এটি হবে ঢাকায় আয়োজিত তৃতীয় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এর আগে ২০১৭ ও ২০২১ সালে সফলভাবে আয়োজন করেছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
২০২১ সালের আসরে বাংলাদেশ জিতেছিল একটি রুপা ও দুটি ব্রোঞ্জ পদক রিকার্ভ মিশ্র দ্বৈতে রুপা, আর ছেলেদের ও মেয়েদের দলগত রিকার্ভে ব্রোঞ্জ।
রিকার্ভ পুরুষ দল: আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম, মো. রাকিব মিয়া, রাম কৃষ্ণ সাহা
রিকার্ভ মহিলা দল: সিমা আক্তার শিমু, ইতি খাতুন, সোনালি রায়, মোসা. মনিরা আক্তার
কম্পাউন্ড পুরুষ দল: মোহাম্মদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব, মো. সোহেল রানা
কম্পাউন্ড মহিলা দল: বন্যা আক্তার, পুষ্পিতা জামান, কুলসুম খাতুন, মিথিলা আক্তার
কোচিং স্টাফ:
প্রধান কোচ – মার্টিন ফ্রেডরিখ
সহকারী কোচ – মো. নূরে আলম, মোহাম্মদ হাসান, রিনা চাকমা
ম্যানেজার – উইং কমান্ডার মোহাম্মদ একরামুল হক।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 












