‘আদর’ এর দাম ১০ লাখ টাকা
রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৪৬

‘আদর’ এর দাম ১০ লাখ টাকা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ১১:২০:৩২

‘আদর’ এর দাম ১০ লাখ টাকা


কুরবানির ঈদকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে  আকর্ষণীয় ষাঁড় ‘আদর’ দাম ১০ লাখ টাকা চাচ্ছেন মালিক; কিন্তু ১০ লাখ টাকার বেশি কেউ দাম বলছেন না। তবে আদরে এখন ছোট্ট সংসারে বড় স্বপ্ন দেখাচ্ছে।

সাদা কালও রঙের বিশাল আকৃতির এই ষাঁড়ের মালিক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাবিব নগর নতুন থানার পাশে কলোনিতে অস্থায়ী বাসা ভাড়া নিয়ে থাকেন চার বছর ধরে ষাঁড়টি লালন-পালন করছেন,বিশ্বনাথ উপজেলা দশঘর এলাকার মৃত রমজান আলী ছেলে খামারি মো. আনছার আলী।

জানা যায়, ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি লম্বায় ৬ ফুট, উচ্চতায় ৪ ফুট। প্রায় ১৯ মণ ওজনের 'আদর'-এর দাম রাখা হচ্ছে ১০ লাখ টাকা। বিশালাকৃতির ষাঁড় আদরকে দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন। ইতিমধ্যে কয়েকজন ষাঁড়টির দরদাম করেছেন। ন্যায্যমূল্যে পেলে ষাঁড়টি বিক্রি করে দেবেন মালিক আনছার আলী।

'আদর'-এর মালিক আনছার আলী বলেন, ‘এই ষাঁড় চার বছর ধরে লালন-পালন করছি। ওজন প্রায় ১৯ মণ। আর সাদা-কালো রঙের আদর-এর দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। ষাঁড়টি ন্যায্যমূল্যে পেলে কষ্ট করে হাটে না গিয়ে বাড়ি থেকে বিক্রি করে দেব।আদর করে নাম দিয়েছি ‘আদর’। আর আদরে এখন তার ছোট্ট সংসারে বড় স্বপ্ন দেখাচ্ছে আমার।

জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খালেদ সাইফুল্লাহ জানান,তার জানা মতে উপজেলার সবচেয়ে আদর। প্রাকৃতিক খাদ্য খেয়েই বড় হয়ে উঠেছে ষাঁড়টি। আর প্রাণিসম্পদ কার্যালয়ের পাশেই বিধায় তিনি সব সময়ই খোঁজখবর রাখেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর