পরিচালকের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন প্রিয়াঙ্কাও!
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯

পরিচালকের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন প্রিয়াঙ্কাও!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ১০:৪৩:৩০

পরিচালকের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন প্রিয়াঙ্কাও!


বলিউডের আন্তর্জাতিক তারকা তিনি। আবার ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ও। বলছি প্রিয়াঙ্কা চোপড়ার কথা। পশ্চিমী দুনিয়ায় যে সাফল্য অর্জন করেছেন এই নায়িকা, তা এককথায় ঈর্ষনীয়! মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের মধ্য দিয়ে চর্চায় উঠে আসেন তিনি। এরপর বলিউডে আত্মপ্রকাশ।

কিন্তু রুপালি দুনিয়ায় প্রিয়াঙ্কার সফরটাও সহজ ছিল না। বলিউডে প্রায়ই শোনা যায়, ওমুক পরিচালক বা প্রযোজক ওমুক নায়িকাকে অভিনয়ের সুযোগ দেওয়ার বিনিময়ে অনৈতিক কাজের প্রস্তাব দিয়েছেন। এমন অভিজ্ঞতা আছে প্রিয়াঙ্কারও! এক সিনেমার শুটিংয়ে পরিচালক নাকি তার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন।

এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর কথায়, ‘সেই মুহূর্তটা ‘অমানবিক’ ছিল। পরিচালকের নাম বা সিনেমার নাম ফাঁস করেননি নিক জোনাস ঘরণী। তবে জানান, ২০০২-০৩ সাল নাগাদ এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি।

ওই সিনেমায় ‘আন্ডারকভার এজেন্ট’-এর চরিত্রে অভিনয় করছিলেন প্রিয়াঙ্কা। ‘দ্য জো রিপোর্ট’কে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘সময়টা ছিল ২০০২-০৩, আমি আন্ডারকভারের চরিত্রে ছিলাম এবং একজন পুরুষকে সিডিউস (প্রলুব্ধ করা) করছিলাম—আন্ডারকভার থাকাকালীন যেমনটা করতে হয়, সেটা স্বাভাবিক।’

নায়িকা বলেন, ‘একটা মুহূর্ত ছিল যেখানে আমাকে পোশাক খুলতে হতো। আমি চেয়েছিলাম বেশ কয়েকটি পোশাক পরতে। কিন্তু পরিচালক বললেন, আমি অন্তর্বাস (আন্ডারওয়ার) দেখতে চাই। না হলে কেউ সিনেমাটা দেখতে আসবে কেন?’

প্রিয়াঙ্কা বলেন, ‘উনি শুধু আমাকে এই কথা বলেননি। আমার স্টাইলিস্টকে এই নির্দেশ দেন উনি। ওই মুহূর্তটা খুব অমানবিক ছিল। মনে হয়েছিল, আমার শিল্পটা গুরুত্বপূর্ণ নয়, আমাকে কীভাবে ব্যবহার করা যাবে সেটাই জরুরি। আমি কী কাজ করতে পারি সেটা গুরুত্বপূর্ণ না।’

প্রিয়াঙ্কা জানান, দুই দিন কাজ করার পর তিনি ওই সিনেমার কাজ ছেড়ে বেরিয়ে আসেন। বাবা অশোক চোপড়ার নির্দেশে ওই দুই দিনে তার পেছনে প্রযোজনা সংস্থার যা যা খরচ হয়েছে সেই সমস্ত টাকা ফেরত দেন অভিনেত্রী। পারিশ্রমিকের আগাম টাকাও ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর