মধ্যনগরে চোরাই কয়লা সহ আটক-২
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:০০

মধ্যনগরে চোরাই কয়লা সহ আটক-২

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০১:৩৯:২৭

মধ্যনগরে চোরাই কয়লা সহ আটক-২


সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নৌকা বোঝাই চোরাই কয়লা সহ দুই ব্যাক্তি আটক হয়েছে।

বুধবার রাতের আধারে উপজেলার সুমেশ্বরীর নদীর উদ্ধখালী সীমানায় রাজস্ব ফাকি দিয়ে ৩১মেট্রিকটন ভারতীয় কয়লা,একটি বাল্কহেড ও দুই পাচারকারী  আটক হয়।৩১টন জ্বালানী কয়লার আনুমানিক মূল্য সাড়ে চার লক্ষাধিক ও স্টিল বডি নৌকার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

জব্দকৃত কয়লা ও নৌকার সাথে আটককৃরা তাহিরপুর উপজেলার বানিয়াগাও গ্রামের মোঃসালমান মিয়া(২২)ও গোলকপুর গ্রামের মোঃ জামিরুল ইসলাম (২৬)। মসমলা নং৬, তারিখ ২৩/১০/২৪।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ স্বজীব রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর